ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, একটি দেশ ভিসা নীতি ঘোষণা করেছে। এটা তার নিজস্ব বিষয়। সেটি বাংলাদেশ পুলিশের কোনো বিষয় নয় বলে মনে করি। রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে সোমবার বেলা ১১টায় মিট দ্য প্রেসে সাংবাদিকের প্রশ্নে তিনি এ কথা বলেন। সদ্যবিদায়ী প্রধান বিচারপতির উদ্ধৃতি দিয়ে নবনিযুক্ত ডিএমপি কমিশনার বলেন, সেই দেশে আমি কখনও যাইনি, আমার যাওয়ার ইচ্ছাও নাই। আমি যোগদান করে পুলিশের মধ্যে চিন্তিত হওয়ার মতো এ ধরনের কোনো কিছু দেখিনি।