গণহত্যাকারীদের ক্ষমা নেই : ইউনুছ আহমদ
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেছেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঠেকাতে জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট সরকার যে গণহত্যা চালিয়েছে, তার ক্ষমা নেই। তাদের অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে। সেইসঙ্গে ২০১৩ খ্রিষ্টাব্দের ৫ মে রাতে ফ্ল্যাশ আউটের নামে যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যাসহ বিগত ১৬ বছরের আইন বহির্ভূত সব হত্যাকাণ্ডের বিচার করা হবে।