ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি 

জাতীয়

প্রকাশিত: ১৮:৩৪, ৪ মে ২০২৪

সর্বশেষ

সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণ দাবি 

দেশের সব সরকারি কলেজ মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদিমের চাকরি জাতীয়করণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদ। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে আয়োজিত ‘অনলাইন ভিত্তিক উগ্রবাদ প্রতিহতকরণে ধর্মীয় নেতাদের করণীয়’ শীর্ষক সেমিনারে তারা এ দাবি জানান।

যদিও তাদের এ দাবি নতুন নয়। এর আগে ২০২২ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানেও তাদের এমন দাবি তুলতে দেখা যায়। 

জানা গেছে, দেশের ৩৫০টি সরকারি কলেজে ইমাম, মুয়াজ্জিন ও খাদিম নিয়োজিত আছেন। 

প্রসঙ্গত, সরকারি কলেজ ইমাম-মুয়াজ্জিন ঐক্য পরিষদের শনিবার সেমিনারে প্রধান অতিথি ছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। কিন্তু, তিনি অনুষ্ঠানে যাননি। তবে প্রধান আলোচক হিসেবে ছিলেন ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান মওলানা হুছামুদ্দীন চৌধুরী। বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মওলানা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব ডা. মামুন আল মাহতাব।  

জনপ্রিয়