ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে: ফারুক-ই-আজম

জাতীয়

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩৭, ১৫ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৫:১০, ১৫ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পাওয়াদের তালিকা হচ্ছে: ফারুক-ই-আজম

ভুয়া মুক্তিযোদ্ধার প্রমাণ পেলেই ব্যবস্থা নেয়া হবে বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক-ই-আজম।রোববার (১৫ সেপ্টেম্বর) সচিবালয়ে উপদেষ্টার অফিস কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ফারুক-ই-আজম বলেন, যদি কেউ মুক্তিযোদ্ধা না হয়ে মুক্তিযোদ্ধা বলে সুবিধা গ্রহণ করে থাকেন, তাহলে এটা শাস্তিযোগ্য অপরাধ। এমন অপরাধের তথ্য-প্রমাণ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মুক্তিযোদ্ধা সন্তানের কোটায় সরকারি ও আধাসরকারি প্রতিষ্ঠানে কতজনের চাকরি হয়েছে সেসব তালিকা হবে, তারা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কি না তা নিরূপণ হবে। সেইসঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধা কি না তাও রিভিউ হবে। প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে সম্মানিত হন সে বিষয়টিও দেখা হবে। এখানে কোনো অনিয়ম হয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উপদেষ্টা বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমে মুক্তিযোদ্ধাদের বিষয়ে সিদ্ধান্ত হতো। মন্ত্রণালয় সেখানে তদারকি করত না।

মুক্তিযুদ্ধের মতো গৌরবোজ্জ্বল ঘটনা আর নেই উল্লেখ করে ফারুক-ই-আজম বলেন, প্রকৃত মুক্তিযোদ্ধারা সেই গৌরব ফিরে পেতে চান। ভুয়া মুক্তিযোদ্ধা শনাক্তে তালিকা রিভিউ করা হবে। যারা ভুয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
 

 

 

 

 

জনপ্রিয়