এআই যে তিন পেশাকে হুমকিতে ফেলবে না, জানালেন বিল গেটস
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উত্থান আর কোনো ভবিষ্যৎ কল্পনা নয়, এটি এখন বাস্তবতা। এই প্রযুক্তি বিভিন্ন শিল্পকে গতিতে নতুনভাবে গঠন করছে। কিছু মানুষ এআইকে একটি বিপ্লবী হাতিয়ার হিসেবে দেখে, আবার অন্যরা ব্যাপক কর্মসংস্থানের সংকট নিয়ে ভয় পাচ্ছেন। তবে প্রযুক্তি উদ্যোক্তা বিল গেটসের মতে, এর মধ্যেও কিছু চাকরি টিকে থাকবে।