প্রথম কর্মসূচি ঘোষণা জাতীয় নাগরিক কমিটির
প্রথম কর্মসূচি ঘোষণা করেছে নতুন রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক কমিটি। শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে জাতীয় নাগরিক কমিটির প্রথম অনুষ্ঠিত সংবাদ সম্মেলন এ ঘোষণা দিয়েছেন জাতীয় নাগরিক কমিটি আহ্বায়ক নাসির আব্দুল্লাহ। দলের পেশ করা আট দফা বাস্তবায়নে সারাদেশে জনসংযোগ কার্যক্রম শুরু করবেন দলের আহ্বায়করা।