ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪ , ২০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বাঘারপাড়ায় বিজ্ঞান সেমিনার 

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৯:৫২, ২৩ এপ্রিল ২০২৪

সর্বশেষ

বাঘারপাড়ায় বিজ্ঞান সেমিনার 

মাধ্যমিক স্তরের শিক্ষকদেরকে নিয়ে যশোরের বাঘারপাড়া উপজেলায় বিজ্ঞান উন্নয়ন বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিজ্ঞান ও যুব উন্নয়ন প্রতিষ্ঠান শিক্ষা যুব ফোরাম এ সেমিনার আয়োজন করে।

সম্প্রতি বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ট্রেনিং হলে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মামুন উদ্দিন আল আজাদ।

মূখ্য আলোচক ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ। সংগঠনের সভাপতি-হাইস্কুল  শিক্ষক ও বাঘারপাড়া প্রেসক্লাব সম্পাদক মো. হুমায়ুন কবীরের স্বাগত বক্তব্যেও দিয়ে সভা শুরু হয়।

 এতে আরো বক্তব্য দেন অধ্যক্ষ মো, কামরুজ্জামান, অধ্যক্ষ মো, আব্দুল আউয়াল, প্রধান শিক্ষক এমদাদ হোসেন,প্রধান শিক্ষক আজম খান, ব্যানবেইজের সহকারী প্রোগ্রামার একেএম ফয়েজুল ইসলাম ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি তরুন কুমার সাহা।

 মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপজেলা একাডেমিক সুপারভাইজার বিশ্বাস ওয়াহিদুজ্জামান। সেমিনারে নতুন কারিকুলামে বিজ্ঞান বিষয়ে প্রতিটি অধ্যায়ে (অভিজ্ঞতা) অন্তত একটি প্রাকটিক্যাল ক্লাস করার ওপর গুরুত্বারোপ করা হয়।

ব্যবহারিক ক্লাসের রেকর্ডস সংরক্ষনের জন্য সায়েন্স লগবুক সরবরাহ করা হয়। এটি তদারকি করার ওপর শিক্ষা অফিসার ও শিক্ষকেরা গুরুত্বারোপ করেন। সবশেষে ব্জ্ঞিানসেবী এ প্রতিষ্ঠান হতে প্রকাশিত ‘বিজ্ঞান ভাবনা’ নামক বইটির মোড়ক উন্মোচন করা হয়।

বিকালে কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে বইটি উপজেলা নির্বাহী অফিসার হোসনেয়ারা তান্নিকে হস্তান্তর করেন।  সেমিনারে বিজ্ঞান উন্নয়নে সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের বিবিধ সৃজনী কর্মসূচির জন্য বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

 উল্লেখ্য, ২০১৬ খ্রিষ্টাব্দ থেকে ডা. আবুল কাশেম শিক্ষা ফাউন্ডেশনের যুব অনুষদ হিসেবে শিক্ষা যুব ফোরাম বাঘারপাড়াতে কাজ করছে। 
 

জনপ্রিয়