ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ৩০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বাণিজ্যিক বাঁধা দূর করতে ভুটান ও বাংলাদেশ সম্মত

বিবিধ

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৮:১৪, ২৮ এপ্রিল ২০২৪

সর্বশেষ

বাণিজ্যিক বাঁধা দূর করতে ভুটান ও বাংলাদেশ সম্মত

বাংলাদেশ ও ভুটানের মধ্যে ৯ম বাণিজ্য সচিব পর্যায়ের সভা গত ২৪ ও ২৫ এপ্রিল ভুটানের রাজধানী থিম্পুতে অনুষ্ঠিত হয়। সভায় উভয় পক্ষ বাণিজ্য বৃদ্ধিতে  শুল্ক ও অশুল্ক বাধা প্রশমন এবং রপ্তানি সুবিধা বৃদ্ধি, বিনিয়োগ, ট্রানজিট এবং যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানি সহযোগিতা,পর্যটন, কাস্টমস ও ল্যান্ড পোর্টের বিদ্যমান চ্যালেঞ্জসমুহ দূর করতে পারষ্পরিক  সহযোগিতার বিষয়ে সম্মত হয়।

সভায় বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এবং ভুটান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সেদেশের শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান সচিব তাশি ওয়াংমো। উভয় দেশের সংশ্লিষ্ট মন্ত্রণলায়ের প্রতিনিধিবৃন্দের সমন্বয়ে গঠিত প্রতিনিধিদলে দু’দেশের রাষ্ট্রদূতরা অংশগ্রহণ করেন।

সভার সূচনা বক্তব্যে উভয় দেশের বাণিজ্য সচিব দু’দেশের মধ্যে বিরাজমান চমৎকার সম্পর্কের প্রতি সন্তোষ প্রকাশ করেন এবং এধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকে উভয়পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ভুটানকে প্রতিবেশী দেশসমুহের সঙ্গে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে ব্যবসা বাণিজ্য সহজতর করার লক্ষ্যে বিবিআইএন এমভিএ কাঠামোতে পুনরায় যোগদানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। জবাবে ভুটান বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেয়।
 

জনপ্রিয়