অপেক্ষার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
আজ (মঙ্গলবার ১৪ মে) আনুষ্ঠানিকভাবে দুপুর সাড়ে ১২টায় বিসিবি’র নির্বাচকরা এ দল ঘোষণা করেন।
বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াড: লিটন দাস, তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তানজিম হাসান সাকিব।
রিজার্ভ: হাসান মাহমুদ ও আফিফ হোসেন ধ্রুব।