ঢাকা শনিবার, ২৭ জুলাই ২০২৪ , ১১ শ্রাবণ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

গরমে ছুটি নয়, বর্ধমানে স্কুল মর্নিং শিফটে

আন্তর্জাতিক

আমাদের বার্তা, কে কে মল্লিক

প্রকাশিত: ১৫:২৯, ১১ জুন ২০২৪

সর্বশেষ

গরমে ছুটি নয়, বর্ধমানে স্কুল মর্নিং শিফটে

পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গে শুরু হয়েছে স্কুলের পঠন-পাঠন৷ গরমের ছুটির পর গত সোমবার থেকে স্কুলে আসা শুরু হয়েছে পড়ুয়াদের৷ তবে রাজ্যে গরম বেড়েই চলেছে ৷ সেই সঙ্গে বাড়ছে বিভিন্ন জেলায় তাপপ্রবাহ৷ স্কুল খুললেও ছাত্রছাত্রীর সংখ্যা কম ৷ আবার অসুস্থ হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে প্রাথমিক স্তরের ক্ষুদে পড়ুয়াদের৷ এবার গরমের হাত থেকে ক্ষুদে পড়ুয়াদের বাঁচাতে মর্নিংয়ে স্কুল খোলার নির্দেশ দিলো বর্ধমান জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ৷

পূর্ব এবং পশ্চিম বর্ধমানে প্রাথমিক স্কুলগুলো শুরু হবে সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত৷ শনিবার স্কুল চলবে সকাল সাড়ে ৯টা পর্যন্ত৷ স্কুল বন্ধ রাখলে পড়ুয়াদের লেখা পড়ায় মনোযোগ নষ্ট হতে পারে৷ তাই স্কুল ছুটি নয়, মর্নিং শিফটে চলবে পাঠদান।

অবিভাবক এবং শিক্ষক-শিক্ষিকাদের অনেকে মনে করছেন শুধু প্রাথমিক নয় সব স্তরের স্কুল এই গরমে মর্নিং শিফটে খোলা হলে ছাত্রছাত্রীরাও অনেকটা বাঁচবেন গরম থেকে ৷

অনেক শিক্ষক এবং শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা স্কুলে আসেন অনেক দূর থেকে ট্রেনে এবং বাসে করে ৷ সেই ক্ষেত্রে তারাও কিছুটা রেহাই পাবেন৷ উল্লেখ্য, আবহাওয়া দপ্তর জানিয়েছে এই গরম এখন চলবে বেশ কিছুটা সময়৷ পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বইবে তাপপ্রবাহ৷ বিশেষ করে দক্ষিণবঙ্গের জেলাগুলোর মধ্যে হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বীরভূমে চলবে তাপপ্রবাহ৷ এই কয়েক দিন গরম থাকবে কলকাতাসহ হাওড়া, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা।

জনপ্রিয়