
বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের আওতায় ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি ও ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ১ম ও ২য় বর্ষের চূড়ান্ত পরীক্ষাগুলোর মধ্যে প্রথম বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনাজপুর কেয়ার নার্সিং কলেজে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামী ১৬ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টায় ২য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
সারাদেশের মতো দিনাজপুরেও দিনাজপুর কেয়ার নার্সিং কলেজ-এর পরীক্ষা কেন্দ্রে দিনাজপুর নার্সিং কলেজের ১০৩ জন, দিনাজপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের ২৪ জন, স্পন্দন নার্সিং ইনস্টিটিউটের ৪৭ জন এবং নিউ বিরামপুর নার্সিং ইনস্টিটিউটের ৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। পরীক্ষা কেন্দ্রে প্রথম দিনে মোট ১৮৩ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। একজন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপঙ্কর বর্মন, কেন্দ্র প্রধান দিনাজপুর নার্সিং কলেজের অধ্যক্ষ কহিনূর বেগম, উপ-কেন্দ্র প্রধান দিনাজপুর কেয়ার নার্সিং কলেজের অধ্যক্ষ ড. শারমিন সাত্তার।