ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ

জাতীয়

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১৪:৪৯, ৯ মে ২০২৫

সর্বশেষ

হজযাত্রীর ভিসা বাতিলের সুযোগ

কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। 

বৃহস্পতিবার (৮ মে) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপসচিব মামুন আল ফারুক স্বাক্ষরিত ২০২৫ খ্রিষ্টাব্দের হজ কার্যক্রম পরিচালনাকারী সকল এজেন্সি, লিড এজেন্সির স্বত্বাধিকারী ও ব্যবস্থাপনা পরিচালকদের কাছে পাঠানো এক অবহিতকরণ পত্রে এ কথা জানানো হয়।

ধর্ম মন্ত্রণালয় জানায়, 'সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ খ্রিষ্টাব্দের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিল করার অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোন হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর নিকট হতে ভিসা ফি ও ইলেক্ট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।'

সূত্র : বাসস

জনপ্রিয়