ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩০ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

কাঠালিয়ায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

দেশবার্তা

আমাদের বাতৃা, কাঠালিয়া (ঝালকাঠি) 

প্রকাশিত: ২২:১৫, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২৩:১৯, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

কাঠালিয়ায় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা 

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের হলরুমে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজন করেন। এ উপলক্ষে একটি র‌্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমে আলোচনা সভায় মিলিত হয়।

শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদ হোসেন রিপনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী দিপুল কুমার বিশ্বাস, উপজেলা নির্বাচন অফিসার মোঃ রুবায়েত হোসেন, এস আই মোঃ সেলিম, অত্র পরিষদের সচিব, ইউপি সদস্যগন প্রমুখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। 

অপরদিকে একই স্লোগানকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১১ কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদার এর আয়োজন করেন। এ উপলক্ষে একটি র‌্যালি ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে হলরুমে আনোচনা সভায় মিলিত হয়। কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ মাহমুদুল হক নাহিদ সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি সদস্য মোঃ নুরুজ্জামান সিকদার, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ ফয়সাল হোসেন মিঠু, মোঃ জাকির হোসেন, মোঃ মিলু আকন, মোসাঃ ফূর্তি বেগম, ইউপি সচিব মোঃ সফিকুল ইসলাম প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

জনপ্রিয়