ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজের নতুন অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. দিলরুবা জেবা।
আজ মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ সূত্রে এ তথ্য জানা যায়। এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহ্ওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদে ও কর্মস্থলে পদায়ন করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে ও জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।