পড়ালেখার পাশাপাশি তথ্য প্রযুক্তিতে এগিয়ে যেতে নীলফামারীতে চার মেধাবী শিক্ষার্থীকে ল্যাপটপ দেয়া হয়েছে।
মঙ্গলবার জেলা পরিষদ হলরুমে জেলা পরিষদের উদ্যোগে মেধাবী এ চার শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেন জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক। ল্যাপটপ পাওয়া শিক্ষার্থীরা হলেন নীলফামারী কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ এর নন্দিতা চক্রবর্তী, নীলফামারী সরকারি মহিলা কলেজের আফরোজা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত এ কে এম সুমন ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আফসানা নাজনিন। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী রবিউল ইসলাম।