শিক্ষা প্রতিষ্ঠানকে সবুজ ও পরিবেশ বান্ধব করতে দিনাজপুরে জেসি ফ্রেন্ডলি গ্রীণ স্কুল ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।সোমবার ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ দিনাজপুরের আয়োজনে দিনাজপুর সদর উপজেলার কাশিপুর উচ্চ বিদ্যালয়ে উক্ত ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষা প্রতিষ্ঠানে সবুজ সমৃদ্ধ করে গড়ে তুলতে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লোকমান হাকিম।
এসময় ওয়ার্ল্ড ভিশন অব বাংলাদেশ দিনাজপুরের ম্যানেজার অরবিন্দ গোমেজের সভাপতিত্বে দৈনিক আমাদের বার্তার দিনাজপুর প্রতিনিধি মাহিদুল ইসলাম রিপন, কাশিপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।