ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪ , ২৯ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৩:৩০, ১৮ সেপ্টেম্বর ২০২৪

সর্বশেষ

বৃষ্টিপাত নিয়ে যা জানালো আবহাওয়া অধিদপ্তর

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর-বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। এ অবস্থায় সারাদেশে বৃষ্টিপাত কমে গরম বেড়েছে। তবে আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বুধবার (১৮ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, দেশে মঙ্গলবার সর্বোচ্চ ৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া নোয়াখালী, চাঁদপুর ও খুলনায় মোট ৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে গরম অনেকটা বেড়ে গেছে। তবে বৃষ্টিপাত বাড়লে গরম কমে যাবে। আগামী সপ্তাহে ফের বৃষ্টি বাড়তে পারে।

বুধবারের পূর্বাভাসে তিনি বলেন, আজ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।এসময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

মঙ্গলবার দেশের সর্বোচ্চ ৩৬.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল রংপুরের রাজারহাটে। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৮ ডিগ্রি সেলসিয়াস।
 

জনপ্রিয়