ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪ , ১৪ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

১০ কর্মদিবসে নীতিমালার খসড়া

মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালায় কমিটি

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক  

প্রকাশিত: ০০:০০, ২৮ মার্চ ২০২৪

সর্বশেষ

মাদরাসা শিক্ষকদের বদলি নীতিমালায় কমিটি

মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীর বদলির খসড়া নীতিমালা প্রণয়নে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গঠিত এই কমিটি আগামী ১০ কর্মদিবসের মধ্যে বদলির নীতিমালার খসড়া দাখিল করবে। 
গত মঙ্গলবার মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা গেছে, শিক্ষকদের প্রতিষ্ঠান পরিবর্তন বা বদলির সুযোগ ছিলো না। শিক্ষকেরা দীর্ঘদিন ধরে বদলি ব্যবস্থা চালুর দাবি জানাচ্ছিলেন।

এদিকে শিক্ষকদের বদলি নীতিমালা নিয়ে গত ২ জানুয়ারি এক কর্মশালা করার কথা থাকলেও তা স্থগিত করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। 

এর আগে ২০২৩ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এ সংক্রান্ত এক সভা করে বদলি চালুর নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়।
সেই সভায় শিক্ষকদের জন্য বদলি নীতিমালার খসড়া প্রস্তুত করার সিদ্ধান্ত হয়েছিলো। খসড়া প্রস্তুতের দায়িত্ব দেয়া হয়েছিলো মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরকে। প্রাথমিকভাবে শিক্ষকদের শূন্যপদের বিপরীতে বদলির সুযোগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছিলো।

প্রসঙ্গত, ২০১৯ খ্রিষ্টাব্দে শিক্ষকদের বদলি চালু করতে একটি নীতিমালার খসড়া করেছিলো শিক্ষা মন্ত্রণালয়। কিন্তু তা আলোর মুখ দেখেনি বা নীতিমালা আকারে জারি হয়নি। এবার এই শিক্ষক-কর্মচরীদের প্রতিষ্ঠান পরিবর্তনের নীতিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেয়া হলো।

জনপ্রিয়