ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪ , ১৯ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ইউআইটিএস-এ ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ 

শিক্ষা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৭, ২২ এপ্রিল ২০২৪

সর্বশেষ

ইউআইটিএস-এ ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ 

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ ও ইউআইটিএস ল’ক্লাবের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ওপেন গ্যালারিতে সম্প্রতি বৃহস্পতিবার ঈদ পুনর্মিলনী ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেইসঙ্গে ল’ক্লাবের দায়িত্ব নবগঠিত কমিটির কাছে অর্পণ করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূইয়া, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ, আইন অনুষদের ডিন অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়া, বিভাগীয় প্রধান (ভারপ্রাপ্ত) রেহনুমা চৌধুরী, বিভাগীয় শিক্ষক ও শিক্ষার্থীরা। 

উপাচার্য বলেন, ঈদ হলো আমাদের ধর্মীয় সংস্কৃতি আর বাংলা বর্ষবরণ হলো আমাদের দেশীয় সংস্কৃতি। ঈদ ও বর্ষবরণ দুটি আলাদা সংস্কৃতি হলেও দুটি অনুষ্ঠান আমাদের জীবন ধারা কীভাবে এগিয়ে যাবে এবং মানবতার বিষয়ে আমাদেরকে ধারণা দেয়।

এ সময় তিনি উপস্থিত সবাইকে ঈদ ও নববর্ষের শুভেচ্ছা জানান এবং ল’ক্লাবের নব গঠিত কমিটিকে শুভেচ্ছা জানান।  
অনুষ্ঠানে আইন অনুষদের ডিন অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান ভূঁইয়াকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে প্রায় দুই দশক পূর্ণ করায় ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়।  

পরে ঈদ ও বাংলা বর্ষবরণ উপলক্ষে আইন বিভাগের শিক্ষার্থীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। 

জনপ্রিয়