ঢাকা শুক্রবার, ১৭ মে ২০২৪ , ২ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

শিবির-হিজবুত তাহরিরের বিষয়ে তদন্ত চান বুয়েটের ১৫ শিক্ষার্থী

শিক্ষা

আমাদের বার্তা, ঢাবি 

প্রকাশিত: ২০:২৯, ২৯ এপ্রিল ২০২৪

সর্বশেষ

শিবির-হিজবুত তাহরিরের বিষয়ে তদন্ত চান বুয়েটের ১৫ শিক্ষার্থী

নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি চালু এবং ক্যাম্পাসে জীবনের নিরাপত্তা চেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ছাত্ররাজনীতি প্রত্যাশী শিক্ষার্থীদের একাংশ। 

আজ সোমবার বিকেলে বুয়েট শহীদ মিনার প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা।  এ সময় উপাচার্য বরাবর একগুচ্ছ দাবিও জানান তারা। একাডেমিক কার্যক্রম শুরু হওয়ার আগে এই দাবিগুলোর বাস্তবায়ন চান তারা।

শিক্ষার্থীরা বলেন, বুয়েট ক্যাম্পাসে শিবির ও হিজবুত তাহরিরের মতো মৌলবাদী সংগঠন যে সক্রিয় তার অভিযোগ করেছিলাম। আজকে আমাদের অভিযোগের সত্যতা বুয়েটের সিসিটিভি ফুটেজ দেয়। সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টি তদন্ত করে পরিচয় বের করে ক্যাম্পাস থেকে বের করে নিরাপত্তা বাহিনীর হাতে তুলে দেয়ার অনুরোধ জানান তারা। 

এ ছাড়া টাঙ্গুয়ার হাওরে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের সঙ্গে সংযুক্ত মামলায় জামিনে থাকা আসামিদের কেসের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সাময়িক বহিষ্কারের দাবি জানান তারা।

লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা আরো জানান, ক্যাম্পাসে বিভিন্ন সময় একটি নির্দিষ্ট গোষ্ঠীর দ্বারা আমরা প্রায়ই অনলাইন ও সরাসরিভাবে হেনস্তা ও অপমানের শিকার হয়েছি। সুনামগঞ্জে আটককৃত ২৪ বুয়েট শিক্ষার্থীর বিরুদ্ধে মামলায় আদালতের সুষ্ঠু বিচার চেয়ে গত বছররের ৬ আগস্ট মানববন্ধন করেছিলাম। 

মানববন্ধনে দাঁড়ানোর কারণে ডিপার্টমেন্টের সিনিয়র ও ব্যাচের শিক্ষার্থীদের দ্বারা সবাইকে ডেকে জবাবদিহিতা চাওয়া হয়। ক্যাম্পাসে কিছু মানুষ দ্বারা অসংলগ্ন আচরণ আমাদের অপমানের সামিল। হলে সিট বাতিল অথবা টার্ম বহিষ্কারের ভীতি প্রদর্শন করে অরিত্র ঘোষ এবং মিশু দত্তকে আনুমানিক রাত ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত আহসান উল্লাহ হলের কমন রুমে এবং মাঠে জবাবদিহিতা চাওয়া হয়।

জনপ্রিয়