ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ডুয়েটে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা

শিক্ষা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৩, ৭ মে ২০২৪

সর্বশেষ

ডুয়েটে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা

গতকাল সোমবার ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ বিশ্ববিদ্যালয়ের সেমিনার কক্ষে ইনোভেশন শোকেসিং বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। ইনোভেশন টিম ও ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) উদ্যোগে অনুষ্ঠিত ইনোভেশন শোকেসিং কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান। এর আগে উপাচার্য অধ্যাপক ড. এম. হাবিবুর রহমান সকালে উদ্ভাবনী অনুষ্ঠানে প্রদর্শনী (শোকেসিং) এর উদ্বোধনের পর ইনোভেশন আইডিয়া/ প্রোজেক্টগুলো পরিদর্শন করেন।

ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানের বক্তব্যে উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলো নতুন নতুন উদ্ভাবনের মাধ্যমে উন্নত, সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মাণে ভূমিকা পালন করতে পারে। নতুন কর্ম-পরিধি, সেবা সহজীকরণ, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে প্রতিষ্ঠানকে আরো উন্নত ও সমৃদ্ধ করা সম্ভব। ইনোভেশন ছাড়া কোনো প্রতিষ্ঠান এগিয়ে যেতে পারে না। নতুন নতুন সৃষ্টিকর্ম প্রতিষ্ঠানের গতি বাড়ায়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রশীদ। বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন অফিসার ও পরিচালক (ছাত্র কল্যাণ) অধ্যাপক ড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইনোভেশন টিমের সদস্য ও আইসিটি সেলের চেয়ারম্যান অধ্যাপক ড. ফজলুল হাসান সিদ্দিকী। ইনোভেশন শোকেসিং অনুষ্ঠানে দুইটি ক্যাটাগরিতে মোট ২০টি দল শোকেসিংয়ে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে বিচারক প্যানেলের ফলাফলের ভিত্তিতে দুইটি ক্যাটাগরিতে ৬টি উদ্ভাবন/আইডিয়াকে পুরস্কার দেয়া হয়।

 

জনপ্রিয়