ঢাকা মঙ্গলবার, ২৭ মে ২০২৫ , ১২ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

সেসিপ-এর ১১৮৭টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরে

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আকুল আবেদন

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯:৫৩, ২২ অক্টোবর ২০২৩

আপডেট: ১০:০৪, ২২ অক্টোবর ২০২৩

সর্বশেষ

মাননীয় প্রধানমন্ত্রী সমীপে আকুল আবেদন

আপনার প্রতি যথাযথ সম্মান ও শ্রদ্ধা রেখে মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়নাধীন Secondary Education Sector Investment Program (SESIP) শীর্ষক উন্নয়ন কর্মসূচির ১১৮৭ টি পদ (অত্যাবশ্যকীয় ও কারিগরি) জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরের ক্ষেত্রে আপনার অনুশাসন বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আবেদন সবিনয়ে আনাচ্ছি।

'মাদার অব হিউম্যানিটি মাননীয় প্রধানমন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্বপ্নের সোনার বাংলা গড়তে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং উন্নততর শিক্ষা ব্যবস্থাপনার মাধ্যমে শিক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ADB যৌগ অর্থায়নে জুলাই ১৯৯৯ থেকে জুন ২০০৭ মেয়াদে SESIP, SESIP এর ফলোআপ প্রশ্নেই হিসেবে জানুয়ারি ২০০৭ থেকে জুন ২০১৪ মেয়াদে SESDP এবং SESDP এর ফলোআপ প্রজেক্ট হিসেবে সকল কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রেখে ২০১৪ সালের জানুয়ারি থেকে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) চালু করা হয়, যা ডিসেম্বর ২০২০ সালে সমাপ্ত হবে।

বিশ্ব মানবতার আলোকবর্তিকা মাননীয় প্রধানমন্ত্রী,

SESIP-এ কর্মরত কর্মকর্তাগণ বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, কারিকুলাম বাস্তবায়ন, হাতে কলমে বিজ্ঞান শিক্ষা প্রসার, আইসিটিভিত্তিক শিক্ষার প্রসার, বেসরকারি শিক্ষক-কর্মচারীগণের MPO কার্যক্রম বিকেন্দ্রীকরণ, স্কুল মনিটরিং ও নিবিড় একাডেমিক সুপারভিশন, মাউশি অধিদপ্তরের EMIS সেল শক্তিশালীকরণ ও সফটওয়ারের সার্বিক তত্ত্বাবধান, সাধারণ শিক্ষা ধারার সাথে চালুকৃত ভোকেশনাল ট্রেড কোর্স বাস্তবায়নে মনিটরিং, নকল মুক্ত পাবলিক পরীক্ষা আয়োজনে আাগ অফিসার হিসেবে দায়িত্ব পালন, জাতীয় নির্বাচনসহ সকল পর্যায়ের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন, বিজ্ঞান ও উন্নয়ন মেলা আয়োজন, বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা, জাতীয় শিক্ষা সপ্তাহের বিভিন্ন ইভেন্ট পরিচালনা, শিক্ষকগণের বিভিন্ন প্রশিক্ষণ আয়োজনসহ প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করছে। করোনা অতিমারীর সময়ে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের টিকাদান: কর্মসূচী বাস্তবায়নের মত জাতীয় কার্যক্রমে SESIP-এর মাঠ পর্যায়ের কর্মকর্তাগণ অগ্রণী ভূমিকা পালন করেছে। মাধ্যমিক শিক্ষায় SDG-4 ৰাস্তবায়ন ও জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২০২২ এর আওতায় পরিমার্জিত শিক্ষাক্রমের উপযোগিতা যাচাইয়ের পাইলটিং কার্যক্রমসহ শিক্ষকদের প্রশিক্ষণে মাস্টার ট্রেইনার হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এই জনবল (১০-২৪) বছর সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সারাদেশের মাধ্যমিক শিক্ষাখাতসহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে।

জোয়ান অফ আর্ক মাননীয় প্রধানমন্ত্রী,

আপনি SESIP এর এই জনবলের প্রয়োজনীয়তা উপলন্দি করে প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তরের ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয় এবং জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক জারীকৃত পরিপত্রসমূহের প্রতিবন্ধকতা সৃষ্টিকারী শর্তসমূহ শিথিলপূর্বক SESIP শীর্ষক উন্নয়ন প্রোগ্রামের আওতায় ১৪৩৯টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরে ২৪/০৬/২০১৯ খ্রি. এ সানুগ্রহ অনুমোদন প্রদান করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী আপনার সানুগ্রহ অনুমোদনের মধ্য দিয়ে রুলস অব বিজনেস, ১৯৯৬ এর বিধি ৩৩ এর ক্ষমতা প্রয়োগ হয়েছে যেখানে ৩৩ বিধির Departure from Rules এ বলা হয়েছে- The Prime Minister may, in any case or Classes of cases, permit or condone a departure from these rules to the extent he deems necessary.

দেশের সার্বিক উন্নয়নের রূপকার বিশ্ব মানবতার বিবেক মাননীয় প্রধানমন্ত্রী,

আপনায় ২৪/০৬/২০১৯ খ্রি. তারিখে প্রদত্ত অনুশাসন বাস্তবায়নকল্পে জনপ্রশাসন মন্ত্রনালয় এর সংগঠন ও ব্যবস্থাপনা-৬ শাখা ০৬ মে ২০২১ খ্রি. তারিখে SESIP শীর্ষক উন্নয়ন কর্মসূচির ১৪৩৯ টি পদের মধ্যে কর্মরত ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরে সম্মতি প্রদান করে। অর্থ বিভাগের বায় ব্যবস্থাপনা-৩ শাখা ০৩ ফেব্রুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ ১১৮৭টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরের সম্মতি প্রদান না করে জনবল ব্যতীত শুধুমাত্র মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অর্গানোগ্রামে ৮০১টি পদ সৃজনের সম্মতি প্রদান করে। অর্থ বিভাগের জনবল ব্যতীত শুধমাত্র ৮০১টি পদ সৃজনের সম্মতি প্রদান আপনার নীতিগত অনুমোদন ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতির সাথে মোটেই সংগতিপূর্ণ নয় বিধায় ২০/০৬/২০২২ খ্রি তারিখে ১১৮৭ টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরের জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ পুনরায় অর্থ বিভাগে পত্র প্রেরণ করে। ২৮/০৬/২০২২ খ্রি: তারিখে অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা-৩ শাখা পূণরায় অসম্মতি জ্ঞাপন করেন যা মোটেই সংগতিপূর্ণ নয় ।

নারী অধিকারের স্তম্ভ মাননীয় প্রধানমন্ত্রী,

নারীর অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নে আপনার অবদান বিশ্বব্যাপী স্বীকৃত এবং প্রশংসিত। সেসিপ প্রোগ্রামে প্রায় ৩০% নারী, ৭৮ জন মুক্তিযোদ্ধার সন্তান/পোষ্য কর্মরত। চাকুরীতে যোগদানের পর থেকে অদ্যাবধি ইনক্রিমেন্টবিহীন স্কেলভিত্তিক সাকুল্য বেতনে কর্মরত, দেশে-বিদেশে। প্রশিক্ষিত, ১৮-২৪ বছরের কাজের অভিজ্ঞতাসম্পন্ন এই ১১৮৭ জনবলকে প্রকল্প সমাপনান্তে চাকুরিচ্যুতির হাত থেকে রক্ষা তথা ১১৮৭টি পরিবারকে মানবেতর জীবন-যাপন থেকে মুক্তিদানের লক্ষ্যে এবং আপনার নির্বাচনী প্রতিশ্রুতি "ঘরে ঘরে চাকুরি প্রদান" বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের সম্মতিসহ সেসিপ এর ১১৮৭টি পদ জনবলসহ রাজস্বখাতে স্থানান্তরের দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে মমতাময়ী মা হিসেবে আপনার সরাসরি হস্তক্ষেপ কামনা করছি

নিবেদক
কর্মকর্তা কর্মচারিবৃন্দ।
সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (SESIP) ধার্মিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, শিক্ষা মন্ত্রণালয় ।

জনপ্রিয়