ঢাকা মঙ্গলবার, ২০ মে ২০২৫ , ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

শ্রমিক অসন্তোষের মুখে গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫৩, ২০ মে ২০২৫

সর্বশেষ

শ্রমিক অসন্তোষের মুখে গাজীপুরে কারখানা বন্ধ ঘোষণা

গাজীপুরের টঙ্গীর সাতাইশ রোডে অবস্থিত বেইস ফ্যাশন লিমিটেড নামের কারখানায় শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে বিক্ষোভ করেছে শ্রমিকরা। সৃষ্ট শ্রমিক অসন্তোষের মধ্যেই অনির্দিষ্টকালের জন্য ওই কারখানাটি বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। 

মঙ্গলবার (২০ মে) টঙ্গীতে এ ঘোষণা দেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, শ্রমিক ছাঁটাই ও গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ৮টা থেকে শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে সাতাইশ রোডের দুই পাশে অবস্থান নেন। পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কায় বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরে সেখানে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শ্রমিকরা জানান, গত রোববার প্রতিষ্ঠানটির এক শ্রমিককে ছাঁটাই করা হয়। এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে পরদিন সোমবার প্রায় ৮০০ শ্রমিক কর্মবিরতি পালন করেন। এ নিয়ে শ্রমিক অসন্তোষ দেখা গেলেও এ নিয়ে কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। উত্তেজনাকর পরিস্থিতি বিবেচনায় রেখে আজ মঙ্গলবার কারখানা কর্তৃপক্ষ শ্রম আইন ২০০৬-এর ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধের ঘোষণা দেওয়া হয়।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর টঙ্গী জোনের পরিদর্শক ইসমাইল হোসেন গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিক গ্রেপ্তার ও ছাঁটাইয়ের কারণে আন্দোলন চলছে। কর্তৃপক্ষ কাউকে না জানিয়ে কারখানা বন্ধ ঘোষণা করায় শ্রমিক আন্দোলন বাড়ছে।’

জনপ্রিয়