ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সব মাদরাসার নিজস্ব ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ

বিবিধ

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ২০:২৩, ৫ মে ২০২৪

সর্বশেষ

সব মাদরাসার নিজস্ব ওয়েবসাইট ও তথ্য হালনাগাদের নির্দেশ

দেশের সব মাদরাসায় নিজস্ব ওয়েবসাইট তৈরি ও তথ্য হালনাগাদ করতে বলেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর। রোববার মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, দেশে কামিল, ফাজিল, আলিম ও দাখিল পর্যায়ের এমপিওভুক্ত ৮ হাজার ২২৯টি মাদরাসা রয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক মাদরাসার নিজস্ব ওয়েবসাইট আছে। সেসব মাদরাসার ওয়েবসাইট পরিদর্শন করলে দেখা যায় মাদরাসার অধ্যক্ষ/সুপারদের নাম/মোবাইল নম্বর/যোগাযোগের ঠিকানা/পাঠ্যসূচিসহ অন্যান্য কার্যক্রমের আপডেট কোনো তথ্য নেই। সেসব মাদরাসাকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাদরাসা শিক্ষার উন্নয়ন ও প্রসারে তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে হবে এবং মাদরাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সব কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখতে বলা হয়েছে।

উল্লেখ্য যে, মাদরাসার ওয়েবসাইট তৈরি এবং ওয়েবসাইট আপডেট রাখাসহ বিভিন্ন টেকনিক্যাল সাপোর্টের জন্য আইসিটি অ্যাম্বাসেডরদের (সংযুক্তি তালিকা) সহযোগিতা গ্রহণ করা যাবে।

এমতাবস্থায়, প্রত্যেক মাদরাসায় তাদের নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং মাদরাসার শিক্ষা কার্যক্রমসহ প্রশাসনিক সব কার্যক্রম ওয়েবসাইটে আপডেট রাখার জন্যও চিঠিতে হয়েছে।
 

জনপ্রিয়