ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ

বিবিধ

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ০০:১০, ৬ মে ২০২৪

সর্বশেষ

সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামানের মৃত্যুবার্ষিকী আজ

মুক্তিযুদ্ধের ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার লে. কর্নেল (অব.) কাজী নুরুজ্জামানের (বীরউত্তম) মৃত্যুবার্ষিকী আজ।  কাজী নুরুজ্জামান ১৯২৫ খ্রিষ্টাব্দের ২৪ মার্চ যশোর জেলায় জন্মগ্রহণ করেন। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে রসায়নে পড়াশোনা শেষ করে তিনি ব্রিটিশ নৌবাহিনীতে যোগ দেন ১৯৪৩ খ্রিষ্টাব্দে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ বাহিনীর পক্ষে বার্মা ও সুমাত্রা উপকূলে যুদ্ধ করেন। ১৯৪৬ খ্রিষ্টাব্দে জওহরলাল নেহরুর আহ্বানে তিনি ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন এবং দেরাদুনে ভারতীয় সেনা প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষিত হন। তার বাবা কাজী সদরুল ওলা এবং মা রাতুবান্নেসা। মুক্তিযুদ্ধের সময় রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট, দিনাজপুর ও ঠাকুরগাঁও জেলা নিয়ে গঠিত ৭ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে তিনি মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেন। মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকার জন্য কাজী নুরুজ্জামান ‘বীরউত্তম’ খেতাবে ভূষিত হন।

স্বাধীনতার পর যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আন্দোলনের পাশাপাশি কাজী নুরুজ্জামান প্রগতিশীল লেখক ও চিন্তাবিদ হিসেবেও সক্রিয় ছিলেন। তিনি সাপ্তাহিক ‘নয়া পদধ্বনি’র সম্পাদক এবং ‘একাত্তরের ঘাতক ও দালালের কে কোথায়’র প্রধান সম্পাদক হিসেবে কাজ করেন।
কাজী নুরুজ্জামান ২০১১ খ্রিষ্টাব্দের এই দিনে ৮৬ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

জনপ্রিয়