ঢাকা রোববার, ১৯ মে ২০২৪ , ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ ফের স্থগিত

বিবিধ

এনামুল হক প্রিন্স 

প্রকাশিত: ০১:৩০, ৬ মে ২০২৪

সর্বশেষ

বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ ফের স্থগিত

ফের স্থগিত হলো বেসরকারি শিক্ষকদের বদলির উদ্যোগ।  গতকাল রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেওয়া ও মতামত দেওয়া একাধিক কর্মকর্তা দৈনিক আমাদের বার্তাকে এ তথ্য নিশ্চিত করেছেন।  

প্রাথমিকভাবে শুধু সরাসরি এনটিআরসিএ এর সুপারিশে নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের বদলির বিষয়ে একটা নীতিগত সিদ্ধান্ত হয়েছিলো। এরপর সরাসরি কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা রিটের হুমকি দেন। এছাড়া বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজিং কমিটির কেউ কেউ বলেছেন, আমরা নিয়োগকারী কর্তৃপক্ষ। বদলি কীভাবে মন্ত্রণালয় করবে? প্রয়োজনে আইন লড়াইয়ে নামবো। এসব বিষয় গতকালের সভায় আলোচনা হয় এবং আপাতত বদলি স্থগিতের সিদ্ধান্ত হয়।   

এদিকে রিটের ‘দালাল’ ও মুন্সীগঞ্জের সিরাজসহ কয়েকজনের খপ্পড়ে পড়ে লাখ লাখ টাকা খুইয়েছেন আর মিথ্যা আশ্বাস শুনেছেন বদলিপ্রত্যাশীরা। অথচ হাজার হাজার শিক্ষকের জন্য বদলিটা খুব খুব জরুরি ও ন্যায্য দাবি।  

কর্মকর্তারা আরো জানান, আজকের বৈঠকে অংশ নেওয়া কোনো কর্মকর্তার হাতে বদলি বিষয়ে কোনো রুলের তথ্য বা কাগজ ছিলো না। বৈঠকে অংশ নেওয়া একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, বদলি বিষয়ে আদালতের কোনো রুলের বিষয়ে আজকের সভায় কোনো আলোচনাই হয়নি। বরং দৈনিক আমাদের বার্তার প্রশ্নের জবাবে তারা বিষ্ময় প্রকাশ করেছেন যে, এ বিষয়ে রুল বা আদেশ হয়েছিলো এমন কোনো তথ্য তাদের কাছে নেই।   

জানা যায়, ১৯৯৫ খ্রিষ্টাব্দে এমপিও নীতিমালা ও জনবল কাঠামোর মধ্যেও বলা হয়েছিলো ‘নীতিমালা তৈরি করে বদলি চালু’র। তারপর ২০০৪ খ্রিষ্টাব্দে একবার আলোচনা শুরু হয়েও থেমে যায় শিক্ষা প্রশাসনের কর্তাদের একাংশের বিরোধিতায়। এরপর ২০১০ খ্রিষ্টাব্দে উদ্যোগ শুরু হয়েও থেমে যায়। ২০১৯ খ্রিষ্টাব্দে বদলি নীতিমালা তৈরি অনেকদূর এগিয়ে গেলেও মন্ত্রণালয়ের একজন সৎ ও অমায়িক অতিরিক্ত সচিবের নামে টাকা তুলেছিলেন কতিপয় শিক্ষকের তৈরি ‘বদলি বাস্তবায়ন কমিটি’। রিটের দালালদের পরামর্শে কমিটি গঠন ও চরম ভুক্তভোগী শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া যায়।

রিটের দালালরা এমপিওপ্রত্যাশী ভুক্তভোগী শিক্ষকদের মিথ্যা আশ্বাস দিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা শিরোনামে শিক্ষা মন্ত্রণালয়ের প্যাডে কয়েকটি কাগজের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল করেছিলো।

মন্ত্রণালয় বলেছিলো, যে কাগজের ছবি ভাইরাল হয়েছে তা ভুয়া। এটি নীতিমালা বা নীতিমালার খসড়া নয়। 

জনপ্রিয়