ঢাকা রোববার, ১৫ সেপ্টেম্বর ২০২৪ , ৩০ ভাদ্র ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ফাইনাল নিশ্চিত করতে সন্ধ্যায় মাঠে নামছে রংপুর-কুমিল্লা

খেলা

আমাদের বার্তা প্রতিবেদক 

প্রকাশিত: ১৪:০০, ২৬ ফেব্রুয়ারি ২০২৪

সর্বশেষ

ফাইনাল নিশ্চিত করতে সন্ধ্যায় মাঠে নামছে রংপুর-কুমিল্লা

বিপিএলের প্লে-অফ রাউন্ড শুরু হচ্ছে আজ (২৬ ফেব্রুয়ারি)। একই দিনে অনুষ্ঠিত হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। মিরপুরে দুপুর দেড়টায় দিনের এলিমিনেটরে মুখোমুখি হবে ফরচুন বরিশাল ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। প্রোটিয়া তারকা ডেভিড মিলারকে এনে আরও শক্তিশালী তামিম, মুশফিক, মাহমুদউল্লাহদের বরিশাল।

ফাইনাল নিশ্চিত করার লক্ষ্যে সন্ধ্যা সাড়ে ৬ টায় তারকাবহুল দু দলের লড়াই। প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজ দলকে ফাইনালে তুলতে প্রস্তুত দুই দলের বিদেশি অলরাউন্ডাররা।

একাডেমি মাঠে একসঙ্গে অনুশীলন করেছে বরিশাল ও চট্টগ্রাম। জার্সির রং কাছাকাছি হওয়ায় আলাদা করাই মুশকিল। এর মধ্যেও ব্যবধান তৈরী করে দেয় বড় নামগুলো। তামিম, মুশফিক, মাহমুদউল্লাহর বরিশালে দক্ষিণ আফ্রিকান পাওয়ার হিটার ডেভিড মিলার। সাইফউদ্দিন, মিরাজ, সৌম্যদের কাছেও বরিশালের প্রত্যাশা অনেক।

বরিশালের তুলনায় অতবড় নাম নেই চট্টগ্রামে। তারপরও প্রত্যাশার চেয়ে ভালো করেছে দলটা। প্লে-অফেও দলীয় পারফরম্যান্সে রাখছে আস্থা। এখনও বড় ইনিংস খেলতে না পারা অজি ব্যাটার জশ ব্রাউনের উপর বিশ্বাস হারাচ্ছেন না অধিনায়ক।

সন্ধ্যায় প্রথম কোয়ালিফায়ারে লড়বে সেরা দুই দল রংপুর ও কুমিল্লা। রাইডার্স অলরাউন্ডারে ঠাসা। দারুণ ছন্দে সাকিব আল হাসান। অলরাউন্ড পারফরম্যান্স দেখাচ্ছেন জিমি নিশামও। ডোয়াইন প্রিটোরিয়াসের ব্যাটিং এখনও প্রয়োজন হয়নি। এর মধ্যে ফিরেছেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী।

অলরাউন্ডার কম নেই কুমিল্লায়ও। মঈন আলী, আন্দ্রে রাসেল, সুনীল নারাইনের হাত ধরে আরও একবার ফাইনালে উঠতে চায় ভিক্টোরিয়ান্স। দেশিরাও মাতাচ্ছেন টুর্নামেন্ট। তাওহীদ হৃদয়, জাকের আলিরা আত্মবিশ্বাস দিচ্ছে অধিনায়ককে।

জনপ্রিয়