ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪ , ৬ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

ফুটবলকে বিদায় বলে দিলেন ওজিল

খেলা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:২৩, ২২ মার্চ ২০২৩

সর্বশেষ

ফুটবলকে বিদায় বলে দিলেন ওজিল

ফেব্রুয়ারির শুরুতেই গুঞ্জনটা শোনা গিয়েছিল। বাসাকশেহিরের সঙ্গে চুক্তি বাতিল হলে ফুটবলকে বিদায় বলে দেবেন মেসুত ওজিল। সেই গুঞ্জনটাই এবার সত্যি হলো। পেশাদার ফুটবল থেকে নিজের বিদায়ের ঘোষণাটা দিয়েই দিলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ওজিল।

আজ সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে নিজের অবসরের কথা জানান রিয়াল মাদ্রিদ ও আর্সেনালের এই সাবেক খেলোয়াড়। টানা চোটে নাকাল হয়ে এই ঘোষণা দেওয়ার কথা জানিয়েছেন ৩৪ বছর বয়সী ওজিল।

২০০৯ খ্রিষ্টাব্দে জার্মানির হয়ে অভিষেকের পর ২০১৮ খ্রিষ্টাদ্ব পর্যন্ত আন্তর্জাতিক ফুটবল খেলেন ওজিল। এর মাঝে ২০১৪ বিশ্বকাপে জার্মানির হয়ে জেতেন বিশ্বকাপ। ২০১৮ খ্রিষ্টাব্দে বিশ্বকাপে ব্যর্থতা এবং ফেডারেশনের সঙ্গে নানা ঝামেলায় জড়ানোর পর জাতীয় দল থেকে অবসর নেন ওজিল। জাতীয় দলকে বিদায় বললেও ক্লাব ফুটবল চালিয়ে গেছেন। এবার সেই যাত্রারও ইতি টানলেন সাবেক রিয়াল তারকা।

চোটের কারণে ফুটবলকে বিদায় জানানোর কথা জানিয়ে ওজিল বলেছেন, ‘গভীরভাবে বিবেচনার পর, আমি পেশাদার ফুটবল থেকে তাৎক্ষণিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি। প্রায় ১৭ বছর ধরে পেশাদার ফুটবল খেলার সৌভাগ্য হয়েছে আমার। এই সুযোগের জন্য আমি কৃতজ্ঞবোধ করছি। কিন্তু সাম্প্রতিক সপ্তাহ এবং মাসগুলোতে আমি চোটে ভুগেছি। ফলে এটা আরও স্পষ্ট হয়েছে যে ফুটবলে বড় মঞ্চ ত্যাগ করার সময় হয়েছে।’

ক্যারিয়ারে রিয়াল মাদ্রিদ–আর্সেনালের মতো শীর্ষ সারির ক্লাবে খেলেছেন ওজিল। জিতেছেন লা লিগা এবং এফএ কাপসহ বেশ কিছু ট্রফিও। বিদায়ের ঘোষণায় নিজের ক্যারিয়ার নিয়ে তৃপ্তির কথা জানান ওজিল, ‘এই যাত্রাটা সাধারণ ছিল, যা কিনা স্মরণীয় সব মুহূর্ত এবং আবেগে ভর্তি। আমি আমার ক্লাবগুলোকে—শালকে ০৪, ওয়ের্ডের ব্রেমেন, রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ফেনেরবাচে, বাসাকসেহির এবং যেসব কোচ আমার পাশে ছিলেন, সবাইকে ধন্যবাদ জানাই। পাশাপাশি সেই সব সতীর্থকে ধন্যবাদ জানাতে চাই, যারা আমার বন্ধু হয়েছে।’

বিদায়ের মুহূর্তে নিজের পরিবার এবং বন্ধুদের অবদানকেও স্মরণ করেছেন ওজিল, ‘বিশেষ ধন্যবাদ দিতে চাই আমার পরিবারের সদস্যদের এবং কাছের বন্ধুদের। প্রথম দিন থেকে ভালো এবং খারাপ সময়ে তারা আমার এই যাত্রার অংশ ছিল এবং ভালোবাসা ও সমর্থন দিয়েছে।

ভক্তদের ধন্যবাদ দিয়ে ওজিল আরও বলেছেন, ‘সমর্থকদের ধন্যবাদ, যারা পরিস্থিতি যা–ই হোক না কেন এবং যে ক্লাবেই আমি খেলি না কেন ,আমার প্রতি গভীর ভালোবাসা দেখিয়েছে। এখন আমার স্ত্রী আমিনে এবং দুই কন্যা ইডা ও ইলাকে সঙ্গে নিয়ে সামনের দিকে তাকাচ্ছি। কিন্তু আপনারা নিশ্চিত থাকতে পারেন যে সময়ে সময়ে ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যম চ্যানেলে আপনারা আমাকে জানতে পারবেন। শিগগিরই দেখা হচ্ছে।’

জনপ্রিয়