ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ , ৩১ চৈত্র ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ১২:০১, ১৫ মে ২০২৫

সর্বশেষ

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় ট্রাম্পকে ধন্যবাদ দিলেন সিরিয়ার প্রেসিডেন্ট

নিষেধাজ্ঞা তুলে নেয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারা। বৃহস্পতিবার (১৫ মে) এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে সংবাদমাধ্যম ফ্রান্স টোয়েন্টি ফোর।

এর আগে, মঙ্গলবার (১৩ মে) ট্রাম্প সিরিয়ার ওপর দীর্ঘদিন ধরে আরোপিত দীর্ঘদিনের মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন। সিরিয়ার সাবেক শাসক বাশার আল-আসাদের আমলে দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল ওয়াশিংটন।

বুধবার (১৪ মে) আহমেদ আল-শারা নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্তটিকে ‘ঐতিহাসিক ও সাহসী’ আখ্যা দিয়ে দাবি করেন, যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ায় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে শুরু করেছে।

তিনি বলেন– কৃতজ্ঞতার সঙ্গে বলতে চাই, প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের ভালোবাসার প্রতি সাড়া দিয়েছেন। নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্তটি ছিল ঐতিহাসিক ও সাহসী। যা জনগণের দুর্ভোগ লাঘব করবে। একইসঙ্গে, এই অঞ্চলে স্থিতিশীলতার ভিত্তি স্থাপন করেছে।

উল্লেখ্য, বুধবার সৌদি আরবের রাজধানী রিয়াদে আল-শারার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এটি গত ২৫ বছরের মধ্যে যুক্তরাষ্ট্র ও সিরিয়ার শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে প্রথম বৈঠক।

জনপ্রিয়