
প্রায় এক যুগ পর উৎসবমুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়ায় আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলাপাড়া শেখ কামাল অডিটিরামে প্রধান অতিথি হিসেবে সম্মেলনে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মহিব্বুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলম, কেন্দ্রীয় যুবলীগের এক নং সাংগঠনিক সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম।
কলাপাড়া উপজেলা যুবলীগ সভাপতি মো. শফিকুল আলম বাবুলের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধণ করেন, পটুয়াখালী জেলা যুবলীগের সভাপতি অ্যাড. মো. শহিদুল ইসলাম শাহীন।
সম্মেলনে পটুয়াখালী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
দীর্ঘ বছর পর যুবলীগের সম্মেলনকে ঘিরে ব্যানার ফেস্টুন এ ছেয়ে যায় কলাপাড়া পৌর শহর। সকাল থেকে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতা-কর্মী বাদ্যযন্ত্র বাজিয়ে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর উন্নয়নের স্লোগান দিয়ে সম্মেলন স্থলে সমবেত হয়। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে কলাপাড়া উপজেলা যুবলীগের নতুন কমিটি ঘোষণা করা হবে।