
আসছে মাসেই দেশের ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হবে। আগামী ২ জুন এ বাজেট ঘোষণা করা হতে পারে। অভিযোগ আছে, বাংলাদেশের বাজেটে শিক্ষায় বরাদ্দ কম দেয়া হয়। অন্যান্য বছরের মতো এবারও শিক্ষায় বাজেট দাবি করছেন সংশ্লিষ্টরা।
সম্প্রতি শিক্ষাবিষয়ক দেশের পূর্ণাঙ্গ ডিজিটাল পত্রিকা দৈনিক শিক্ষাডটকম শিক্ষায় বাজেট বরাদ্দ বিষয়ে এক অনলাইন জরিপ পরিচালনা করে। এই জরিপে দেখা যায়, ৯৬ শতাংশ মানুষ শিক্ষায় বাজেট বাড়ানোর পক্ষে মত দিয়েছেন।
জরিপে জানতে চাওয়া হয়, শিক্ষার মান বাড়াতে বাজেটে কী বরাদ্দ বাড়ানো দরকার? উত্তরে ৯৬ শতাংশ মানুষ হ্যাঁ সূচক মন্তব্য করেছেন। জরিপে অংশ নেয়া বাকি ৩ শতাংশ মানুষ মনে করেন শিক্ষার মান বাড়াতে বাজেটে বরাদ্দ বাড়ানোর দরকার নেই । এ ছাড়া বাকি ১ শতাংশ মানুষ এর পক্ষে বা বিপক্ষে কোনো মত দেননি।
দৈনিক শিক্ষাডটকম পরিচালিত এই জরিপে অংশ নিয়েছেন মোট ৭ হাজার ৩১০ জন ইন্টারনেট ব্যবহারকারী। ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন ৭ হাজার ১৬ জন এবং ‘না’ ভোট দিয়েছেন ২৩৪ জন মানুষ।
গত ১৬ এপ্রিল সকাল থেকে শুরু হয়ে ১৮ এপ্রিল বিকেল পর্যন্ত দৈনিক শিক্ষাডটকমের ওয়েবসাইট এই বিষয়ে একটি জরিপ চলানো হয়। জরিপের প্রশ্নটি ছিলো, শিক্ষার মান বাড়াতে বাজেটে কী বরাদ্দ বাড়ানো দরকার?
জরিপে ‘হ্যাঁ’ এবং ‘না’–এর পাশাপাশি ‘মন্তব্য নেই’ নামে আরেকটি ঘর ছিলো।
প্রসঙ্গত, আগামী ২০২৫-২৬ অর্থবছরে মোট বাজেটের কমপক্ষে ১৫ শতাংশ ও জিডিপির কমপক্ষে ৩ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দের দাবি জানিয়েছে গণসাক্ষরতা অভিযান। একই সঙ্গে ২০৩০ খ্রিষ্টাব্দের মধ্যে মোট বাজেটের ২০ শতাংশ শিক্ষায় বরাদ্দ দেয়ার পরিকল্পনা ও রোড ম্যাপ প্রণয়নের দাবিও করেছে বেসরকারি সংস্থাগুলোর মোর্চা গণসাক্ষরতা অভিযান।