
বিনিয়োগে অগ্রাধিকার, কন্যা শিশুর অধিকার এ প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় কন্যা শিশু দিবস পালিত হয়েছে।
শনিবার সকালে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজন করে।
র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটরিয়াম এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নেছার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. এমাদুল হক মনির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহমুদুল হক নাহিদ সিকদার, এস আই মো. ইমরান, কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক ছবি আক্তার, সদস্য মোসা. লামিয়া আক্তার।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন প্রমুখ।