
পটুয়াখালীর মির্জাগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরে কৃষি প্রণোদনা কর্মসূচি আওতায় রবি মৌসুমের বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল এগারোটায় উপজেলা প্রসাশন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে এ প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোসা. সাইয়েমা হাসানের সভাপতিত্বে প্রনোদনা কর্মসূচি আওতায় রবি মৌসুমে সরিষা, ভূট্টা, সূর্যমুখী, সয়াবিন, মুগ, খেসারি ও বাদাদের মতো ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে উপজেলার ২ হাজার ৫৯৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ৮ ধরনের ১৩ মটন বীজ ও ৪২ দশমিক ২৫ টন রাসায়নিক সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার মো. আরাফাত হোসেনের সঞ্চালনায় সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন মৃধা, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম জুয়েল, মির্জাগঞ্জ থানার ওসি মো. হাফিজুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. নাহিদ হাসান, দেউলী সুবিদখালী ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. মাসুদ রানা জালাল জোমাদ্দারসহ সুবিধাভোগী ক্ষুদ্র প্রান্তিক পর্যায়ে কৃষকরা উপস্থিত ছিলেন।