ঢাকা সোমবার, ০৬ মে ২০২৪ , ২২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস

দেশবার্তা

আমাদের বার্তা, চুয়াডাঙ্গা

প্রকাশিত: ২০:০৪, ২৪ এপ্রিল ২০২৪

সর্বশেষ

চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১.২ ডিগ্রি সেলসিয়াস

পশ্চিমাঞ্চলের জেলা চুয়াডাঙ্গায় গত কয়েক দিন ধরে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বিকেল ৩টায় চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস এ তাপমাত্রা রেকর্ড করে। চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগার বাতাসের আর্দ্রতা ২১ শতাংশ পরিমাপ করে। চলমান এই তাপপ্রবাহে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। বাতাসের আর্দ্রতা বেড়ে যাওয়ায় জেলাজুড়ে অনুভূত হচ্ছে ‘মরুর উষ্ণতা’।

 গত ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত টানা ছয়দিন জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রির বেশি ছিলো। গত শনিবার চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা এ মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। জেলায় বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তীব্রতাও বেড়েছে। এতে দুর্বিষহ হয়ে পড়ে এখানকার জনজীবন।

তীব্র তাপপ্রবাহে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জেলার খেটে খাওয়া মানুষ সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন। তীব্র গরম ও রোদের কারণে শ্রমিক, দিনমজুর, ভ্যান-রিকশা চালকরা কাজ করতে না পেরে অলস সময় পার করছেন।

এদিকে তাপদাহের কারণে হিট অ্যালার্ট জারি করেছে জেলা প্রশাসন। খুব প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হতে নিষেধ করা হচ্ছে। তবে কাজের প্রয়োজনে অনেকেই বাধ্য হচ্ছেন এই তীব্র গরমে ঘরের বাইরে যেতে।

অন্যদিকে গতবছরের ১৯ ও ২০ এপ্রিল মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা অতি তীব্র দাবদাহ। কাছাকাছি সময়ে বৃষ্টি না হলে গত বছরের রেকর্ড এবার ভেঙে যেতে পারে।

জনপ্রিয়