ঢাকা শনিবার, ১৮ মে ২০২৪ , ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের বন্ধ ঘোষণার পরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

দেশবার্তা

আমাদের বার্তা, দিনাজপুর

প্রকাশিত: ২০:৪৮, ৪ মে ২০২৪

আপডেট: ২০:৪৮, ৪ মে ২০২৪

সর্বশেষ

দিনাজপুরে শিক্ষা মন্ত্রণালয়ের বন্ধ ঘোষণার পরও শিক্ষাপ্রতিষ্ঠান খোলা

চলমান তাপদাহে আবহাওয়া অফিসের পূর্বাভাসের ভিত্তিতে দেশের ২৫ জেলার স্কুল-কলেজ-মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করে শিক্ষা মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে দিনাজপুরে খোলা থাকতে দেখা গেছে শিক্ষা প্রতিষ্ঠান। তীব্র গরমের মধ্যে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে আসতে দেখা যায়।

শনিবার (৪ মে) সরেজমিন দিনাজপুর শহরের বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা থাকতে দেখা যায়। শহরের কালিতলা এলাকার সুইহারী-রামনগর রোড এলাকায় অবস্থিত অক্সফোর্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজ, ঠোঙ্গাপট্টি এলাকার তা'মীরুল উম্মাহ্ মাদরাসা, মুন্সিপাড়া এলাকার এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউট, পাহাড়পুর এলাকার দিনাজপুর স্কুল অব লিবারেটরস, ইকরা ইন্টারন্যাশনাল মাদরাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খোলা দেখা যায়।

এবিষয়ে এ্যাপটাচ পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ জয়ন্ত কুমার সরকার জানান, শনিবার এমমিতেই আমরা বন্ধ রাখি। আগামী ৭ তারিখ থেকে শিক্ষার্থীদের ফাইনাল পরীক্ষা তাই এক্সট্রা কিছু শিক্ষার্থী বুঝতে এসেছে। চলে যাবে এখনি। 
অক্সফোর্ড রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ জানান, প্রাথমিকের বাচ্চাদের পরীক্ষা ছিল তাই এক ঘন্টার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে। 

তা'মীরুল উম্মাহ্ মাদরাসা অধ্যক্ষ মো. মাসুদ রানা জানান, পূর্বের সূচী অনুযায়ী আজকে পরীক্ষা ছিল। তাই পরীক্ষাটা না পিছিয়ে নিয়ে নিচ্ছি।

এব্যাপারে জানতে চাইলে দিনাজপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মিরাজুল ইসলাম জানান, মাদরাসা শিক্ষা প্রতিষ্ঠান আমাদের আওতায় নেই। তাই মাদরাসা সম্পর্কে কিছু বলতে পারবনা। আর স্কুল-কলেজ যারা নির্দেশ অমান্য করছে বিষয়টি দেখা হবে।

জনপ্রিয়