ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ , ১ জ্যৈষ্ঠ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

দেশের সব মাদরাসার ক্যাম্পাস হবে সবুজায়ন 

দেশবার্তা

আমাদের বার্তা প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৫৮, ২৯ এপ্রিল ২০২৪

সর্বশেষ

দেশের সব মাদরাসার ক্যাম্পাস হবে সবুজায়ন 

দেশের সব মাদরাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে। একই সঙ্গে এই কর্মসূচি বাস্তবায়ন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরে জানানোর জন্য বলা হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর উপ-পরিচালক মো. জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা গেছে।

জানা যায়, সারা দেশে জলবায়ু পরিবর্তনের ফলে তীব্র তাপ প্রবাহ চলমান রয়েছে। তীব্র তাপ্রবাহের প্রভাবে স্বাস্থ্যঝুঁকি বাড়ার পাশাপাশি জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। তীব্র তাপপ্রবাহের সংকট মোকাবিলায় অন্যতম নিয়ামক বৃক্ষরোপণ। 

তীব্র তাপপ্রবাহ প্রশমন ও মাদরাসা ক্যাম্পাস সবুজায়নের লক্ষে মাদরাসা সংশ্লিষ্ট গর্ভণিং বডি বা ম্যানেজিং কমিটি, অভিভাবক, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে দেশের সব মাদরাসাগুলোতে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করে তা বাস্তবায়ন করে মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে অবহিত করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। উল্লেখ্য, যে শ্রেণিকক্ষে সব শিক্ষার্থীদের বৃক্ষরোপণে উৎসাহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করা হলো।

জনপ্রিয়