
ভোলার চরফ্যাসনে জাহানপুর ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের ওমরাবাজে চান মিয়া গং-এর ভোগদখলীয় জমিতে জোরপূর্বক পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে একই এলাকার বাবুলের বিরুদ্ধে। ভুক্তভোগী চান মিয়া জানান, আমি ও আমার পিতা রহিম আলী ক্রয়সূত্রে ৩৬৬ নং খতিয়ানে ১৬৯৮,১৭৪৯ ও ১৯৪৫ দাগে ১শত ৫০ শতাংশ জমির মালিক হয়ে ১৯৮৯ খ্রিষ্টাব্দ থেকে আমরা জমিতে ভোগদখলে আছি। কয়েক বছর যাবত একই এলাকার বাবুল আমাদের ভোগদখলীয় জমি দখলের চেষ্টা করলে আইনের আশ্রয় গ্রহণ করি। বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে কয়েকবার সালিসি বৈঠকও হয়। সম্প্রতি বাবুল তার দলবল নিয়ে আমাদের দখলীয় জায়গায় স্থায়ীভাবে পাকা ঘর নির্মাণ শুরু করে, আমরা বাধা দেওয়ার চেষ্টা করলে লাঠিসোটা নিয়ে মারতে আসে। বাবুলকে তার পাকার ঘরের নির্মাণ কাজ বন্ধে বিজ্ঞ আদালত নিষেধাজ্ঞা দিলেও সে তার ঘরের নির্মাণ কাজ চলমান রেখেছে।
এদিকে সরেজমিনে দেখা যায়, চান মিয়া গং-এর বাড়ির পাশে পাকা ঘর নির্মাণ করছেন অভিযুক্ত বাবুল। অন্যের জমিতে ঘর নির্মাণ নিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে বাবুল জানান, আমার বাবা এই জমিতে বসবাস করে আসছিলো, সেই সূত্রে আমি ও আমার পরিবার বসবাস করছি।