ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

দেশবার্তা

আমাদের বার্তা, শেরপুর 

প্রকাশিত: ০০:০০, ১ জুন ২০২৩

সর্বশেষ

ঝিনাইগাতীতে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

শেরপুরের ঝিনাইগাতীর ৭ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সম্পর্কিত  ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার সকাল ১০টা থেকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে। জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার আয়োজনে এবং উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ওইপ্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) ঢাকার অতিরিক্ত সচিব ইশরাত জাহান। আগামীকাল শুক্রবার এ কর্মশালার শেষ হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফারুক আল মাসুদের সভাপতিত্বে এতে ইউনিয়ন পরিষদ সম্পর্কিত বিভিন্ন ক্ষমতা ও আইন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন অতিরিক্ত সচিব ইশরাত জাহান এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরকারি কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবির। কর্মশালায় ইউএনও ফারুক আল মাসুদ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য ও সদস্যাগণের নানা প্রশ্নের উত্তর দেয়াসহ করণীয় সম্পর্কে বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।

জনপ্রিয়