ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর ২০২৩ , ১৭ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্য নিহত

দেশবার্তা

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১:৩৪, ১ জুন ২০২৩

সর্বশেষ

কেএনএফের পুঁতে রাখা আইইডি বিস্ফোরণে সেনা সদস্য নিহত

বান্দরবানের রুমায় কেএনএফ (কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট)-এর প্রশিক্ষণ ক্যাম্পে আইইডি বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ জুন) সকাল ৯টার দিকে উপজেলার ছিলোপি পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

বৃহস্পতিবার বিকালে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, কেএনএফের প্রশিক্ষণ ক্যাম্প এলাকার আশেপাশে বসবাসকারী স্থানীয় বাসিন্দাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালায় সেনাবাহিনী। রুমা সেনা জোনের একটি টহল দল কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে কেএনএফের সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। সকাল ৯টার দিকে সন্ত্রাসীদের পুঁতে রাখা আইইডি (ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে তুজাম (৩০) নামে এক সেনাসদস্য গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। 

আইএসপিআর আরও জানায়, সাধারণ জনগণের নিরাপত্তার স্বার্থে সেনাবাহিনীর বিশেষায়িত দল এ ধরনের আরও সম্ভাব্য আইইডি সনাক্ত ও নিষ্ক্রিয়করণ প্রক্রিয়া অব্যাহত রেখেছে। এ ঘটনায় সেনাপ্রধান গভীর শোক প্রকাশ করেছেন এবং শহীদ সৈনিকের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

জনপ্রিয়