ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪ , ১২ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা

দেশবার্তা

আমাদের বার্তা, নলছিটি 

প্রকাশিত: ০০:০০, ২ জুন ২০২৩

সর্বশেষ

নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা

ঝালকাঠির নলছিটিতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ড্রেজার ব্যবসায়ীকে পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় আরও তিনজনকে কারাদণ্ড দেয়া হয়। 
গত বুধবার রাতে উপজেলার মগড় ইউনিয়নের কালিজিরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মিলন চাকমা।
জরিমানাপ্রাপ্তরা হলেন, ড্রেজার ব্যবসায়ী মো. রুমান এবং মো. নাসির উদ্দিন। এর মধ্যে মো. রুমানকে দুই লাখ ও মো, নাসির উদ্দিনকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। তারা দুজনেই স্থানীয় বাসিন্দা বলে জানা যায়।
এ সময় আরও তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। তারা হলেন, ভোলা জেলার চরফ্যাশন উপজেলার রাসেল হাওলাদারের ছেলে মো. ইসমাইল (৩০), চট্রগ্রাম জেলার মিরসরাই উপজেলার ফয়েজ আহমেদের ছেলে মো. সোহাগ (৩৮), ভোলা জেলার চরফ্যাশন উপজেলার নরুল হকের ছেলে মো. সবুজ (৩৪)। 
সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (এনডিসি) মিলন চাকমা বলেন, নদীতে অবৈধভাবে বালু উত্তোলনরত পাওয়ায় তাদের বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন (২০১০) এর ১৫ ধারায় এ জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। 

জনপ্রিয়