
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচায় একটি পোষা কুকুরকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগে আদালতে মামলা করেছেন এক নারী।
বিচারক অভিযোগটি আমলে নিয়ে তদন্তপূর্বক প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন বলে গতকাল জানিয়েছেন দক্ষিণ আইচা থানার ওসি মো. শাখাওয়াত হোসেন।
তিনি জানান, গত সোমবার চরফ্যাশন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তিনজনকে আসামি করে মামলাটি দায়ের করেন চরমানিকা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জামালের স্ত্রী সবুরা খাতুন।
মামলা সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে একই এলাকার রাজ্জাক কাজী, ইউনুছ কাজী ও নুরুল ইসলাম কাজী শনিবার পোষা কুকুরটিকে লোহার রড ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। আহত কুকুরটিকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
পরে কুকুরটির মালিক সবুরা খাতুন আদালতে প্রাণী নির্যাতনের অভিযোগে ৪২৮-৪২৯ ধারায় আদালতে মামলা করেন।
ওসি মো. শাখাওয়াত হোসেন বলেন, একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করি, দুয়েক দিনের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দেওয়া হবে।