
বৃহস্পতিবার সমাবেশের নগরীতে পরিণত হতে যাচ্ছে ঢাকা। এদিন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি, আওয়ামী লীগের কয়েকটি সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক দল। আশঙ্কা করা হচ্ছে- এদিন রাজধানী জুড়ে তীব্র যানজট থাকবে।
দিনব্যাপী কর্মসূচিগুলো হলো-
> শাহবাগ থেকে মৎস্যভবন সড়ক। সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে পারে বিএনপি।
> মৎস্যভবন থেকে প্রেস ক্লাব হয়ে পল্টন সড়ক। শিল্পকলা একাডেমির সামনে গণতন্ত্র মঞ্চ, প্রেস ক্লাবের সামনে সমাবেশ করতে পারে গণঅধিকার পরিষদ ও বাম গণতান্ত্রিক জোট।
> কাকরাইল হয়ে বিজয়নগর-পানির ট্যাংকি-পল্টন মোড়। বিজয়নগর মোড়ে ১২ দলীয় জোট, পানির ট্যাংকির সামনে ১১ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট এবং লেবার পার্টির সমাবেশ করতে পারে।
> কাকরাইল মোড় হয়ে নয়াপল্টন-ভিআইপি রোড। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে পারে বিএনপি।
> রাজারবাগ মোড় থেকে ফকিরাপুল হয়ে বায়তুল মোকাররম রোড। আরামবাগে সমাবেশ করতে পারে গণফোরাম (মন্টু নেতৃত্বাধীন)।
> গুলিস্তান থেকে বঙ্গবন্ধু অ্যাভিনিউ হয়ে বায়তুল মোকাররম। দক্ষিণ গেটে সমাবেশ করতে পারে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ।
> মতিঝিল রোড থেকে তোপখানা হয়ে পল্টন মোড়। বায়তুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করতে পারে ইসলামী আন্দোলন।
তাই ভোগান্তি এড়াতে রাজধানীবাসী কয়েকটি সড়ক এড়িয়ে চলতে পারেন।