
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন চা-বাগানের চা শ্রমিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করা ব্রেকিং দ্য সাইলেন্স এর উদ্যোগে প্রকল্প পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের মৌলভীবাজার রোডস্থ গ্র্যান্ড তাজ রেস্টুরেন্ট এ প্রকল্প পরিচিতি সভায় প্রজেক্ট কো-অর্ডিনেটর পারভেজ কৈরীর সঞ্চালনায় মোঃ জাহিদুল ইসলামের (পরিচালক ব্রেকিং দ্য সাইলেন্স প্রধান কার্যালয়, ঢাকা) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। বিশেষ অতিথি ছিলেন মোঃ নাহিদুল ইসলাম, (উপ-পরিচালক ও রেজিস্টার অব ট্রেড ইউনিয়ন, বিভাগীয় শ্রম দপ্তর, শ্রীমঙ্গল, মৌলভীবাজার)। এছাড়া শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান হাজি লিটন আহমেদ, ভাইস চেয়ারম্যান (মহিলা) মিতালী দত্ত, কমলগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান, রামভজন কৈরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিত চৌধুরী, মোঃ আমিনুল ইসলামসহ চা-বাগানের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
সভায় প্রকল্প পরিচালক মোঃ জাহিদুল ইসলাম জানান, বাংলাদেশের শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে এবং এ বিষয়ে নিরবতা ভাঙতে প্রতিশ্রুতিবদ্ধ একটি সংগঠন হিসেবে বিটিএস ১৯৯৪ খ্রিষ্টাব্দ থেকে কাজ করে আসছে।