ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪ , ১৪ চৈত্র ১৪৩০ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

৭ মার্চ উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা  

দেশবার্তা

আমাদের বার্তা, যশোর প্রতিনিধি

প্রকাশিত: ১৪:১৫, ৭ মার্চ ২০২৩

সর্বশেষ

৭ মার্চ উপলক্ষে শিশুদের প্রতিযোগিতা  

ঐতিহাতিক ৭ মার্চ দিবস উদযাপন উপলক্ষে কেশবপুর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি কেশবপুর উপজেলার যৌথ উদ্যোগে শিশুদের মধ্যে  চিত্রাঙ্কন, কুইজ ও আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় কেশবপুর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। 

কেশবপুর উপজেলার নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মো. আরিফুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেশবপুর উপজেলা পরিষদের চেয়্যারম্যান বীর মুক্তিযোদ্ধা কাজী রফিকুল ইসলাম। 

এছাড়াও দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন কেশবপুর উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শোভা রায়, কেশবপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এএসএম জিল্লুর রশীদ ও কেশবপুর উপজেলার শিশুবিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু।

বক্তারা তাদের আলোচনায় বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও সংগ্রামের কথা বলেন। আজকের শিশুরাই ভবিষ্যত বাংলাদেশের নেতৃত্বে আসবে তাই শিশুদেরকে দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে এবং বঙ্গবন্ধুর আদর্শে উজ্জিবীত করতে এই ধরণের আয়োজন বেশি বেশি সংগঠিত করা প্রয়োজন বলে মন্তব্য করেন।

জনপ্রিয়