ঢাকা বৃহস্পতিবার, ০৫ অক্টোবর ২০২৩ , ১৯ আশ্বিন ১৪৩০ আর্কাইভস ই পেপার

Udvash
Retina
Retina
Udvash
Retina
Retina

৩ মাসে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৩৩৬২

অর্থনীতি

আমাদের বার্তা ডেস্ক 

প্রকাশিত: ২০:৪২, ১৯ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ২১:০৮, ১৯ সেপ্টেম্বর ২০২৩

সর্বশেষ

৩ মাসে কোটি টাকার অ্যাকাউন্ট বেড়েছে ৩৩৬২

চলতি বছরের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে ১ কোটি টাকার বেশি জমা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২টি।

ডিজিটাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক, চলতি বছরের এপ্রিল থেকে জুন- এই তিন মাসে ১ কোটি টাকার বেশি জমা আছে এমন ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা বেড়েছে ৩ হাজার ৩৬২টি। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ত্রৈমাসিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এ বছরের ৩১ মার্চ পর্যন্ত এক কোটি টাকার বেশি জমা থাকা অ্যাকাউন্টের সংখ্যা ছিলো ১ লাখ ১০ হাজার ১৯২টি। জুন শেষে তা বেড়ে হয়েছে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন শেষে ১ লাখ ১৩ হাজার ৫৫৪টি অ্যাকাউন্টে মোট ৭ লাখ ৩১ হাজার ৩৩২ কোটি টাকা জমা ছিল। এছাড়া, মার্চ শেষে ১ লাখ ১০ হাজার ১৯২টি ব্যাংক অ্যাকাউন্টে মোট জমা ছিল ৬ লাখ ৯০ হাজার ৮৭৭ কোটি টাকা।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য থেকে জানা গেছে, বর্তমানে ব্যাংকিং খাতের মোট আমানতের ৪৩ শতাংশ এসব ধনীদের। তিন মাস আগে যা ছিলো ৩২ দশমিক ২৮ শতাংশ।

বিশ্লেষকদের মতে, চলমান উচ্চ মূল্যস্ফীতিতে দেশের নিম্ন আয়ের মানুষ যখন দৈনন্দিন ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছেন, তখন নতুন ধনীর সংখ্যা বৃদ্ধি পাওয়ার মানে হলো বৈষম্য বাড়ছে। তবে, এক কোটি টাকার ওপরে জমা থাকা ব্যাংক অ্যাকাউন্টগুলো শুধু ব্যক্তি নয়, অনেক প্রতিষ্ঠানের মালিকানাও আছে।

জনপ্রিয়