
গত তিন মাসে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২৪ হাজার ৪১৮ কোটি টাকা।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, জুন মাসে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৫৬ হাজার ৩৯ কোটি টাকা, যা মোট বকেয়া ঋণের ১০.১১ শতাংশ।
মার্চ মাসে ব্যাংকিং খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়ায় ১ লাখ ৩১ হাজার ৬২০ কোটি টাকা, যা মোট বকেয়া ঋণের ৮.৮০ শতাংশ। জুন শেষে বকেয়া ঋণের পরিমাণ ছিলো ১৫ লাখ ৪২ হাজার ৬৫৫ কোটি টাকা।
খেলাপি ঋণ বৃদ্ধির পেছনে বেশকিছু বিষয়কে দায়ী করছেন ব্যাংকাররা। তাদের মতে, রপ্তানিকারকদের শিপমেন্টে বিলম্ব, ক্রেতাদের অর্ডার বাতিল, ক্রেতাদের অর্থ পরিশোধে বিলম্ব এবং বিশ্বব্যাপী অর্থনৈতিক সংকটের মধ্যে মেয়াদী ঋণ পরিশোধের জন্য বিশেষ ছাড়ের অনুপলব্ধতার কারণে খেলাপি বাড়ছে।
গত বছরের একই সময়ের তুলনায় এবারের জুনে খেলাপি ঋণ বেড়েছে ৩০ হাজার ৭৮১ কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণের কিস্তি পাওয়ার জন্য বর্তমানে খেলাপি ঋণ কমানোর চাপে রয়েছে ব্যাংকিং খাত।
গত বছরের অক্টোবর ও ডিসেম্বরে ব্যাংকিং খাতে নতুন ঋণ পুনঃনির্ধারণ নীতি এবং শিথিলভাবে পরিশোধের সুযোগ দেয়ার পর খেলাপি ঋণ উল্লেখযোগ্যভাবে ১৩ হাজার ৭৪০ কোটি টাকা কমে।