ঢাকা শুক্রবার, ০৯ মে ২০২৫ , ২৫ বৈশাখ ১৪৩২ আর্কাইভস ই পেপার

bkash
bkash
udvash
udvash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash
udvash
udvash

বিশ্বব্যাংক বিশেষ ঋণে চায় পাঁচ শতাংশ সুদ 

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৩, ২ অক্টোবর ২০২৩

সর্বশেষ

বিশ্বব্যাংক বিশেষ ঋণে চায় পাঁচ শতাংশ সুদ 

বাংলাদেশ দুই শতাংশ সুদ দিয়ে বিশ্বব্যাংক থেকে নমনীয় বা সহজ শর্তের ঋণ (কনসেশনাল) পেয়ে থাকে। তবে বাংলাদেশ চাইলে কঠিন শর্তের ঋণ (নন-কনসেশনাল) প্রদানে আগ্রহী বিশ্বব্যাংক। এর জন্য পাঁচ শতাংশ সুদ চায় আন্তর্জাতিক আর্থিক সংস্থাটি।

গত রোববার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) কার্যালয়ে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদৌলায়েক সেক। এ সময় বাংলাদেশকে পাঁচ শতাংশ সুদে ঋণ নেয়ার প্রস্তাব দেন বিশ্বব্যাংক কান্ট্রি ডিরেক্টর।
এ বিষয়ে সালমান এফ রহমান সাংবাদিকদের বলেন, বিশ্বব্যাংক আমাদের এখনও কনসেশনাল রেটে লোন দিচ্ছে। তারা বলেছে, তোমরা যদি চাও তাহলে নন-কনসেশনাল রেটে আরো ঋণ নিতে পারো। এর জন্য তারা পাঁচ শতাংশ চার্জ করবে। সেটা অনেক বেশি। আমরা তো প্রায় দুই শতাংশ দিয়ে পেয়ে থাকি। তবে গ্র্যাজুয়েশন হয়ে গেলে, সেটা তো আর পাওয়া যাবে না। সেটাও একটা বিষয়।

ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) হলো কম সুদে নমনীয় ঋণ প্রদান-বিষয়ক বিশ্বব্যাংকের অঙ্গ প্রতিষ্ঠান, যার সবচেয়ে বড় গ্রাহক বাংলাদেশ। আইডিএ ঋণের সার্ভিস চার্জ শূন্য দশমিক ৭৫ শতাংশ এবং সুদহার ১ দশমিক ২৫ শতাংশ। দুটি মিলিয়ে দুই শতাংশ হয়। অ-উত্তোলিত অর্থায়ন স্থিতির ওপর বছরে শূন্য দশমিক ৫০ শতাংশ কমিটমেন্ট ফি দিতে হয়। ঋণের গ্রেস পিরিয়ড বা কিস্তি অব্যাহতি পাঁচ বছর। আর পরিশোধ করতে হবে ৩০ বছরে।

জনপ্রিয়