ঢাকা মঙ্গলবার, ১৪ মে ২০২৪ , ৩০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

আলু আমদানি করে ক্ষতির মুখে ব্যবসায়ীরা

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:২৯, ২৮ এপ্রিল ২০২৪

সর্বশেষ

আলু আমদানি করে ক্ষতির মুখে ব্যবসায়ীরা

দিনাজপুরের হিলি স্থলবন্দরে ভারত থেকে আলু আমদানি করে বিপাকে পড়েছেন আমদানিকারকরা। ক্রেতা সংকটের কারণে বিক্রি না হওয়ায় তীব্র গরমে গুদামেই পচে নষ্ট হচ্ছে আলু। প্রতিদিন বিপুল পরিমাণ আলু ফেলে দিতে হচ্ছে। এতে ক্ষতির মুখে পড়েছেন আমদানিকারকরা।

স্থানীয় ব্যবসায়ী ইয়াসিন আলী বলেন, ‘আলুর গুদামের পাশেই আমাদের দোকান। কয়েক দিন ধরে আলু পচা গন্ধের কারণে দোকানে বসা যাচ্ছে না। প্রচণ্ড গরমের কারণে গুদামে প্রতিদিনই আলু পচে নষ্ট হয়ে যাচ্ছে, যা ফেলে দিতে হচ্ছে।’

স্থানীয় একটি আলুর গুদামের ম্যানেজার বলেন, ‘দেশের বাজারে আলু সরবরাহ স্বাভাবিক ও দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে আলু আমদানি করছেন আমদানিকারকরা। ভারতে দাম কিছুটা কম। দেশের বাজারে ভালো চাহিদা থাকায় লাভের আশায় আলু আমদানি করছেন আমদানিকারকরা। কিন্তু দেশি আলুর দাম কম হওয়ায় মানুষ ভারতীয় আলু কিনতে চাচ্ছেন না। ক্রেতা সংকট দেখা দিয়েছে। বন্দরে বিক্রি না হওয়ায় আমদানিকৃত আলু বন্দর থেকে খালাস করে আমদানিকারকদের নিজস্ব গুদামে রাখা হয়েছে। কিন্তু কয়েক দিন ধরে প্রচণ্ড গরমে আলু পচে নষ্ট হচ্ছে, যা আমাদের ফেলে দিতে হচ্ছে। প্রতিটি বস্তা থেকে প্রতিদিন দুই-আড়াই কেজি করে পচা আলু বের হচ্ছে। আলু বাছাই করতে গিয়ে খরচ বাড়তি হচ্ছে। ফলে আলু আমদানি করে লোকসানের মুখে পড়তে হচ্ছে আমদানিকারকদের।’

হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি অব্যাহত রয়েছে। আলু যেহেতু দ্রুত পচনশীল, তাই কাস্টমসের প্রক্রিয়া শেষে দ্রুত যেনো আমদানিকারকরা এসব আলু খালাস করে নিতে পারেন সেজন্য বন্দর কর্তৃপক্ষ সব ধরনের ব্যবস্থা নিয়ে রেখেছে।’
 

জনপ্রিয়