ঢাকা রোববার, ১৩ অক্টোবর ২০২৪ , ২৭ আশ্বিন ১৪৩১ আর্কাইভস ই পেপার

bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
bkash
bkash

মোংলা বন্দরে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব

অর্থনীতি

বাণিজ্য ডেস্ক

প্রকাশিত: ১৭:৪৮, ১১ মে ২০২৪

সর্বশেষ

মোংলা বন্দরে বেড়েছে কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব

আধুনিক সুযোগ-সুবিধা বৃদ্ধির সুবাদে মোংলা বন্দরে জাহাজ বেশি নোঙর করায় কনটেইনার হ্যান্ডলিং ও রাজস্ব দুটোই বেড়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দরে কনটেইনার হ্যান্ডলিং কনটেইনার হ্যান্ডলিং বেড়েছে ৩০.৫৯ শতাংশ, আর আগের বছরের একই সময়ের তুলনায় নিট মুনাফা বেড়েছে ২১.২৮ শতাংশ।

কনটেইনার জাহাজ আগমনের নতুন রেকর্ড করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ(এমপিএ)। এপ্রিল মাসে মোংলা বন্দরে ৮টি কনটেইনারবাহী জাহাজ এসেছে, যা অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি।

এমপিএর উপপরিচালক মো. মাকরুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘এপ্রিল মাসে যে আটটি কনটেইনারবাহী জাহাজ এসেছিলো, তাতে ১ হাজার ৮৭৫ টিইইউএস (বিশ ফুট দৈর্ঘ্যের কনটেইনার) পণ্য ছিলো।’ তিনি জানান, ২০১৯ ও ২০২০ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসেও আটটি জাহাজ বন্দরে এসেছিলো। তবে সেই সময়ে কনটেইনারের সংখ্যা কম ছিলো।

চলতি অর্থবছরে কনটেইনার হ্যান্ডলিংয়ের সংখ্যাও বেড়েছে জানিয়ে মাকরুজ্জামান বলেন, এই অর্থবছরের প্রথম নয় মাসে মোংলা বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ২৫ হাজার ২৮ টিইইউএস। গত অর্থবছরের একই সময়ে এই সংখ্যা ছিলো ১৯ হাজার ১৬৫ টিইইউএস।

কনটেইনারবাহী জাহাজ আগমনের ফলে চলতি অর্থবছরে মোংলা বন্দরের রাজস্বও বাড়ছে। চলতি অর্থবছরের প্রথম নয় মাসে মোংলা বন্দরের নিট মুনাফা হয়েছে ৭০.১৯ কোটি টাকা। গত অর্থবছরে একই সময়ে যা ছিলো ৫৭.৮৭ কোটি টাকা। 
 

জনপ্রিয়