ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪ , ১০ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

যেসব পণ্যের দাম কমতে পারে বাজেটে

অর্থনীতি

আমাদের বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৬:০২, ১ জুন ২০২৩

সর্বশেষ

যেসব পণ্যের দাম কমতে পারে বাজেটে

যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে নির্বাচনের বছরে মূল্যস্ফীতির চাপ, এরিমধ্যে উচ্চ রাজস্ব আদায় করে অর্থনীতিতে গতি ও ভারসাম্য রাখার প্রয়াস; এই দুই লক্ষ্যমাত্রা বাস্তবায়নে আগামী বাজেটে ব্যাপকভাবে শুল্ক-করের হেরফের হতে পারে। 

এই অভিঘাতে যেমন বাড়তে পারে অনেক পণ্যের দাম, তেমনি কমতেও পারে অনেক পণ্যের মূল্য। 

জাতীয় সংসদে বৃহস্পতিবার ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট প্রস্তাব করবেন অর্থমন্ত্রী আহম মুস্তাফা কামাল। 

অর্থ মন্ত্রণালয় ও জাতীয় রাজস্ব বোর্ড সূত্রে জানা গেছে, যেসব পণ্যের দাম কমতে পারে, সেসবের মধ্যে রয়েছেঃ 

# মিষ্টির দাম কমতে পারে। কারণ মিষ্টির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে সাত শতাংশ করা হতে পারে। 

# এবারের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব আসতে পারে। এর উদ্দেশ্য নিম্নবিত্ত ও মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাওয়া পণ্যটির দাম কমিয়ে আনা। এ পণ্যের উৎসে অগ্রিম আয়কর সাত শতাংশ থেকে কমিয়ে দুই শতাংশ করা হতে পারে। অগ্রিম আয়কর কমালে মাংসের দাম কমতে পারে।

# কমতে পারে দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ-সকেটের দাম। দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক ২০-২৫ শতাংশ শুল্ক রয়েছে। বাজেটে এই শুল্কহার কমিয়ে ১০ থেকে পাঁচ শতাংশ করা হতে পারে। 

# আসন্ন বাজেটে অভিজাত বিদেশি কাপড় আমদানির ওপর শুল্ক কমানো বা অব্যাহতি দেওয়া হতে পারে।

# ই-কমার্সের ডেলিভারি চার্জ কমতে পারে। বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাদের বিক্রির উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট, ডেলিভারি চার্জের উপর ১৫ শতাংশ হারে ভ্যাট এবং বাড়ি ভাড়ার উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট দিতে হয়। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর দাবি মেনে নিয়ে বিক্রির উপর পাঁচ শতাংশ হারে ভ্যাট অব্যাহতি দেওয়া হতে পারে। 

জনপ্রিয়