ঢাকা রোববার, ০৫ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জবিতে গুচ্ছ এ ইউনিটে পরীক্ষা দেবেন ৫৪ হাজার 

শিক্ষা

আমাদের বার্তা, জবি

প্রকাশিত: ১৮:২৬, ২৫ এপ্রিল ২০২৪

সর্বশেষ

জবিতে গুচ্ছ এ ইউনিটে পরীক্ষা দেবেন ৫৪ হাজার 

আগামী শনিবার এ ইউনিটের (বিজ্ঞান) পরীক্ষার মাধ্যমে শুরু হবে চব্বিশটি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি (জিএসটি) বিশ্ববিদ্যালয়ের সম্মিলিত গুচ্ছ ভর্তি পরীক্ষা। এবার এ ইউনিটে প্রায় ১২ হাজার আসনের বিপরীতে পরীক্ষা দেবেন এক লাখ ৬৪ হাজার শিক্ষার্থী। ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২৩টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল কেদ্র ছাড়াও পাঁচটি উপকেন্দ্রে পরীক্ষা দেবেন ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. শাহজাহান বলেন, এ ইউনিটে (বিজ্ঞান) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধীনে মোট ৫৩ হাজার ৮১৫ জন শিক্ষার্থী পরীক্ষা দেবেন। মূল কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ জবির অধীনে আরো ৫টি উপ-কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। মূল কেন্দ্র জবিতে পরীক্ষা দেবেন ১২ হাজার ৫৭৯ জন। এছাড়াও উপকেন্দ্র ঢাবিতে ২৫ হাজার ২৯৬ জন, সিদ্ধেশ্বরী গার্লস কলেজে ৩ হাজার জন, সরকারি বাংলা কলেজে ৬ হাজার ৭৪০ জন, ঢাকা রেসিডেনশিয়াল মডেল কলেজে ৩ হাজার ২০০ জন এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে পরীক্ষা দেবেন ৩ হাজার জন পরীক্ষার্থী।

পরীক্ষার সার্বিক প্রস্তুতির বিষয়ে অধ্যাপক ড. শাহজাহান বলেন, ইতোমধ্যে আমাদের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষায় প্রয়োজনীয় সকল কাগজপত্রের প্রাথমিক কাজ সম্পন্ন হয়েছে। পরীক্ষার আগ মুহুর্তে কেন্দ্র থেকে প্রশ্ন আসলে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলোতে পৌঁছে দেয়া হবে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে প্রত্যেক কেন্দ্রে বিশেষ সতর্কতা অবলম্বন করার নির্দেশ দেয়া আছে।

উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরীক্ষার দিন প্রক্টরিয়াল টিম ও পুলিশের টিম থাকবে।

প্রসঙ্গত, গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামীকাল শনিবার, বি ইউনিটের (মানবিক) ৩ মে এবং সি ইউনিটের (বাণিজ্য) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১০ মে। এ ইউনিটের ভর্তি পরীক্ষা দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত এবং অন্য দুটি ইউনিটের ভর্তি পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
 

জনপ্রিয়