ঢাকা রোববার, ০৫ মে ২০২৪ , ২১ বৈশাখ ১৪৩১ আর্কাইভস ই পেপার

nogod
nogod
bkash
bkash
uttoron
uttoron
Rocket
Rocket
nogod
nogod
bkash
bkash

জবিতে অনিদিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, বন্ধ থাকবে পরীক্ষা

শিক্ষা

আমাদের বার্তা, জবি

প্রকাশিত: ২০:৫৪, ২৫ এপ্রিল ২০২৪

সর্বশেষ

জবিতে অনিদিষ্টকালের জন্য অনলাইনে ক্লাস, বন্ধ থাকবে পরীক্ষা

তীব্র দাবদাহে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রাশাসন। এছাড়াও সকল ধরনের পরীক্ষাও বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আইনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের কারণে স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বশরীরে সকল ক্লাস, পরীক্ষা বন্ধ থাকবে। তবে অনলাইনে ক্লাস ও বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম যথারীতি চালু থাকবে। এছাড়াও বিজ্ঞপ্তিতে তীব্র তাপদাহে স্বাস্থ্যঝুঁকি এড়াতে স্বাস্থ্যবিধি মেনে চলাফেরার জন্য সকলকে অনুরোধ করা হয়। 

এর আগে গত ২১ এপ্রিল এক জরুরি সভায় তীব্র দাবদাহে এক সপ্তাহের জন্য সব ক্লাস অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছিলো বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে দাবদাহের তীব্রতা না কমায় বৃহস্পতিবার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনিদিষ্ট কালের জন্য অনলাইনে ক্লাস ও সকল পরীক্ষা বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন।

জনপ্রিয়